০১. | প্রাণি হাসপাতালে আনীত গবাদি প্রাণি ও হাঁস-মুরগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। |
০২. | দেশীয় জাত উন্নয়নের লক্ষ্যে প্রাণি হাসপাতালে আনীত গবাদি প্রাণিকে সরকারি মূল্যে কৃত্রিম প্রজনন করানো হয়। |
০৩. | মাঠ পর্যায়ে মাঠ কর্মীদের মাধ্যমে সরকারি মূল্যে গবাদি প্রাণি ও হাঁস-মুরগীকে টিকা প্রদান করা হয়। |
০৪. | দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণের মাধ্যমে গবাদি প্রাণি ও হাঁস-মুরগী পালনে উৎসাহিত করা হয়। |
০৫. | গবাদি প্রাণির পুষ্টি সাধনে উন্নত জাতের ঘাস চাষের জন্য খামারীদেরকে সহায়তা করা হয়। |
০৬. | গবাদি প্রাণি ও হাঁস-মুরগীর খামার নিবন্ধন করা হয়। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS